Wednesday, 8 November 2023

Notice

 


নিচের ছবিতে ক্লিক করে পরম পুরণ করুন।
👇


কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্‌রাসা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী জরিপ ২০২৩। 

১৯৫২ সালে কক্সবাজার অঞ্চলে ইসলামি আধুনিক শিক্ষার বিস্তার ঘটাতে আমাদের মাদ্রাসাটি চালু করা হয়।

হিসেব করলে দেখা যায় এখন এই প্রতিষ্ঠানের বয়স প্রায় ৭১ বছর। 

এই ৭১ বছরে হাজার হাজার শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় সমৃদ্ধির পাশাপাশি দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে জীবন পরিচালনার তাগিদে সম্মানের অনন্য উচ্চতায়। 

অথচ আমরা হয়তো একে অপরকে কখনো চোখে দেখিনি, কখনো বসে গল্প করার সুযোগ হয়নি কেমন ছিলো ৬০',৭০',৮০',৯০', ২০০০ সালের সেই হাশেমিয়া?

আমাদের প্রাক্তন হাশেমিয়ানদের মধ্যে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। বিভিন্ন জায়গায় থাকা প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সকলের মধ্যে একটি আন্তসংযোগ স্থাপনের বিশেষ গুরুত্ব রয়েছে। এতে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। হতে পারে সেটি চাকরিক্ষেত্রে কিংবা হঠাৎ জরুরী চিকিৎসার তাগিদ। ছড়িয়ে ছিটিয়ে থাকে হাশেমিয়ানদের কেউ একজন হয়তো আপনার কঠিন সময়ে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হবে। 

তাই আধুনিক এই সময়ে আমরা আমাদের মধ্যে পরিচিতির পাশাপাশি পরস্পর সহযোগিতার উদ্দেশ্যে একটি জরিপের (ডাটাবেজ সংগ্রহ) সিদ্ধান্ত নিয়েছি।

আপনি আপনার তথ্য গুগলফর্মের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করুন।

সেই সাথে নিজ দায়িত্বে এই পোস্টটি ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করে জানিয়ে দিন আপনার হাশেমিয়ান সহপাঠীদেরসহ সবাইকে।

নিচের লিঙ্কে প্রবেশ করুন এবং আপনার তথ্যগুলো সাবমিট করুন।

👇👇👇

https://forms.gle/d43j6r5DjkrResc26

পেইজ লিংক: https://www.facebook.com/Hashemian1952

পেইজবুক গ্রুপ: https://www.facebook.com/groups/893992584488635

No comments:

Post a Comment